প্রতিনিধি ৯ মার্চ ২০২৫ , ৬:৪৮:০১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের আনোয়ারায় জামাতার হাতে রশিদা বেগম (৪৫) নামে এক শাশুড়ি খুন হয়েছেন। তিনি উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া গ্রামে বাদশা মিয়ার স্ত্রী। রবিবার (৯ মার্চ) সকালে পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওষখাইন পূর্বপাড়া গ্রামের ফরিদের ছেলে হেলাল উদ্দিন প্রকাশ মানিকের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। সকালে স্বামী-স্ত্রীর সাথে ঝগড়ার পর স্ত্রী কর্মস্থল কেইপিজেডে চলে যায়। এরপর শাশুড়ির সাথে ঝগড়া লাগে মেয়ের জামাইয়ের। এসময় মেয়ের জামাই লোহার রড দিয়ে শাশুড়িকে আঘাত করলে ঘটনাস্থলেই শাশুড়ির মৃত্যু হয়। ঘটনার পর মেয়ের জামাই হেলাল পলাতক রয়েছে বলেও জানান স্থানীয়রা।
আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৈবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।