আন্তর্জাতিক

আফগানিস্তানের সবচেয়ে বড় সেনা হাসপাতালে বিস্ফোরণ, নিহত ১৯

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২১ , ৫:১১:২৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

আফগানিস্তানের সবচেয়ে বড় সেনা হাসপাতালে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাজধানীর কাবুলের সেনা হাসপাতালে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এই ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

কাবুলের সর্দার মোহাম্মাদ দাউদ খান হাসপাতালের একজন চিকিৎসক বলেন, আমি হাসপাতালের ভেতরে ছিলাম। আমি প্রথম চেকপয়েন্ট থেকে একটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছি। পরে আমাদের নিরাপদে সরে যেতে বলা হয়।

ইসলামিক এমিরেটের ডেপুটি মুখপাত্র বিলাল করিমি এক টুইট বার্তায় বলেছেন, ‘এলাকাটিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। হতাহতের কোনো তথ্য নেই।’

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোস্তি বলেন, বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে, বিস্তারিত পরে জানানো হবে। ঘটনাস্থলে তালেবানের বিশেষ বাহিনীর সদস্যরা রয়েছে।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

আরও খবর

Sponsered content

Powered by