সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মদন(৪৫) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। শনিবার রাত একটায় উপজেলার চান্দাইকোনা গরুহাটি সংলগ্ন এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মদন বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার তালোড়া গ্রামের গোপালের ছেলে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্য শহীদুল ইসালাম জানান, শনিবার রাতে নরসিংদী জেলার বাবুরহাট থেকে কাপড় বোঝাই একটি ট্রাক গোবিন্দগঞ্জ যাচ্ছিল। পথে ট্রাকটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গরুহাটি সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মাছের খাদ্য বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কাপড় বোঝাই ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে যানটিতে আগুন ধরে যায়। এতে ট্রাকচালক মদন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরে রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে থানা পুলিশ ও ষোল মাইল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।