চট্টগ্রাম

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে কমার্স কলেজ ছাত্রদলের মৌন মিছিল

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৪ , ৫:৪২:২৮ প্রিন্ট সংস্করণ

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে কমার্স কলেজ ছাত্রদলের মৌন মিছিল

ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যু বার্ষিকীতে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রদলের উদ্যোগে মৌন মিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কমার্স কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কমার্স কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এই মৌন মিছিল ও স্মরণসভার আয়োজন করা হয়।

এ সময় কমার্স কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রায়হানের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়সাল উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মামুন, যুগ্ম আহবায়ক আকতার হোসেন পলাশ, মিজানুর রহমান, আব্দুল মুরাদসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন,”আবরার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন। সে আমাদের চেতনার বাতিঘর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সামান্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরসহ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content