বাংলাদেশ

ফাইজারের টিকা দেওয়া শুরু কাল থেকে

  প্রতিনিধি ২০ জুন ২০২১ , ৬:৪৫:৩৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফাইজার-বায়োএনটেকের টিকা কার্যক্রম। আগামী সোমবার থেকে এই কার্যক্রম শুরু হবে। আজ রোববার করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘ইতিমধ্যে কোভ্যাক্স থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা আমাদের হাতে এসেছে। আমরা এটিকে সংরক্ষণ করেছি। টিকা দেওয়ার জন্য গাইড লাইন এবং প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। আমরা আশা করি আগামীকাল সোমবার থেকে ফাইজার টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীর তিনটি কেন্দ্রে দেওয়া হবে ফাইজারের টিকা। কেন্দ্রগুলো হলো-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

আরও খবর

Sponsered content

Powered by