
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া – ২ ( আশুগঞ্জ – সরাইল – বিজয়নগরের দুইটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী এসএন তরুণ দে বিজয়নগর দুইটি ইউনিয়নের দুটি এলাকায় কলারছরী মার্কা নিয়ে জনসংযোগ করাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমার এপর্যন্ত নির্বাচনী প্রচরণায় আমি কোন বাঁধার সম্মুখীন হয়নি। বাঁধা বিঘ্ন না আসার একটা কারণ আছে।
যাদের সাথে জনগণের কোন যোগাযোগ নাই তাদেরই বাঁধার সম্মুখীন হতে হয়। আশুগঞ্জ – সরাইল- বিজয়নগরের বুধন্তী, চান্দুরা এলাকায় হাজার হাজার মানুষ আমার সাথে আছে, আমাকে সহযোগিতা ও অনুপ্রাণিত করে রেখেছে। কোন অপশক্তি আমাদের আগামী পথচলায় কোনদিন বাঁধা দিতে পারেন না।
বিজয়নগরের চান্দুরা বাজার ও আমতলী বাজারে বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে সন্ধা পর্যন্ত জনসংযোগ করাকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৫ বছর ধরে আমি আশুগঞ্জ – সরাইল – বিজয়নগরের দুইটি ইউনিয়নে তাদের পাশে ছিলাম। আমি বিশ্বাস করি তাদের দোয়া ও আশীর্বাদ আমার প্রতি রয়েছে।
তিনি আরও বলেন, পরম সৃষ্টিকর্তা আল্লাহ এবং ঈশ্বর হাজার হাজার মানুষের সহযোগিতা, অনুপ্রেরণা ও আমার পাশে থাকায় তিনি আমার প্রতি দয়াবান হবেন।
আমি নিশ্চিত মানুষের যে ভালবাসা, অনুপ্রেরণা ও সহযোগিতা পেয়েছি জয়ের ব্যাপারে আমি আরেকবার করে বলছি, আমি শতভাগ আশাবাদি।জন সংযোগ কালে দুটি ইউনিয়নের কয়েক শতাধিক কর্মী সমর্থক তাকে সহযোগিতা করেন।