
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) নির্বাচনী এলাকার বিজয়নগরের চান্দুরা খেলার মাঠে ২৯শে জানুয়ারি (বৃহষ্পতিবার) বিকালে উঠান বৈঠকে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি আপনাদের ঘরের মেয়ে,আমারে ভোট দিলে আপনার মেয়ে, আপনার বোন এমপি হবে।আমাকে হাসঁ মার্কায় ভোট দিলে এলাকার রাস্তাঘাট সহ সকল কিছুর উন্নয়ন হবে।
আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে সারা দেশ চলে। আর আমরা বাড়ির লোক হয়ে গ্যাস পাইনা। আমি এমপি হলে ঘরের লোকরে গ্যাস দিতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে পুলিশ ও প্রশাসন আলাদা নজর রাখবে। বিদেশী পর্যবেক্ষক সহ মিডিয়ার ভাইরা আলাদা নজর দিবে। এখানে জাল ভোট দিলে সমোচিত জবাব দেওয়া হবে।তাই এইসব চিন্তা করা লোকদের ভেবে কাজ করতে হবে।না হলে খবর আছে।
অনেকে বলে আমি এই দুই ইউনিয়ন কেন নিছি।এইটার কারণ হল এখানে আমার দাদির কবর আছে।এই এলাকার মানুষের কাছে আমি ঋনি।এইটা আমার বাবার জন্ম ভূমি।আপনারা আমার বাবা অলি আহাদকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তবে তাহের উদ্দিন ঠাকুর কে নির্বাচিত করে আমার বাবাকে ইচ্ছে করে ফেল করাই দিছে।
তাই আপনাদের সেবা করতে আমি এখানে এসেছি। সাবেক মেম্বার সায়েদ মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা প্রকৌ: কাজী রফিকুল ইসলাম, বাবুল মিয়া, আশিক মিয়া প্রমুখ।