প্রতিনিধি ৮ মে ২০২৩ , ৬:৪৭:৫৭ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার সদস্যপদ পুনর্বহালে সম্মত হয়েছে। ১০ বছর স্থগিত থাকার পর সদস্যপদ ফিরে পেল সিরিয়া। কায়রোতে আরব লিগের সদরদফতরে রোববার সিরিয়ার আরব লিগে ফিরে আসার প্রস্তাবে পররাষ্ট্রমন্ত্রীরা ভোট দেন।
আরব লিগ ২০২১ সালে বিক্ষোভকারীদের ওপর দমন অভিযান চালানোর কারণে সিরিয়ার সদস্যপদ স্থগিত করেছিল। দেশটি তখন থেকেই গৃহযুদ্ধে আটকে আছে। এই যুদ্ধে পাঁচ লাখের বশি লোক নিহত এবং আরো দুই কোটি ৩০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।
বাশার আল আসাদ বর্তমানে দেশের বেশির ভাগ অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন।
রোববারের ভোটাভুটির পর আরব লিগের মহাসচিব আহমদ আবুল ঘেইট বলেন, আসাদ ইচ্ছা করলে আরব লিগের শীর্ষ সম্মেলনে অংশ নিতে পারেন।
সূত্র : আল জাজিরা