বরিশাল

আলোর ফেরিওয়ালা নামে সার্ভিস দিচ্ছেন বরগুনায় পল্লী বিদ্যুৎ

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২০ , ২:০৭:০৪ প্রিন্ট সংস্করণ

ব‍রগুনা সংবাদদাতা:

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষেই নিশ্চিত হবে শতভাগ বিদ্যুতায়ত ঘোষণা করেছেন সরকার।

এরই ধারাবাহিকতায় আলোর ফেরিওয়ালা নামে সার্ভিস দিচ্ছেন বরগুনার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মোঃ সাইদুর রহমান ।

দুপুর ১ টায় সদর উপজেলার পাতাকাটা গ্রামের আলমগীর হোসেন নামের এক গ্রাহক  পল্লী বিদ্যুৎ অফিসে মিটারের টাকা জমা দিয়ে দশ মিনিটের ভিতরে মিটার পেয়ে তার বসতঘরে লাইন চালু করে। আনন্দিত হয়ে সরকার ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার সাইদুর রহমান জানিয়েছেন, গ্রাহক আসার সাথে সাথে তার নামে মিটার বরাদ্দ করে বসতঘরে লাইন চালু করে দিয়েছি । সদস্যদের মিটার চার্জ ছাড়া বিদ্যুৎ অফিসে কোন টাকা লাগেনা জানান তিনি।