দেশজুড়ে

রাজশাহীতে কাঁচাবাজার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২০ , ১১:৩০:১৬ প্রিন্ট সংস্করণ

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর হড়গ্রাম কাঁচা বাজার অবিলম্বে বাস্তবায়নের দাবিতে এরবার মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এসময় তারা বলেন, রাজশাহী সিটি করর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন যেখানে কাঁচা বাজার নির্মাণের জন্য যায়গা নির্ধারণ করেছেন, সেখানেই বাজারটি স্থাপন করা হোক। এটি হড়গ্রাম কাঁচাবাজার ব্যবসায়ী সমন্বয়পরিষদের দীর্ঘদিনের দাবি ।

তারা আরো বলেন, এতোদিন হড়গ্রাম কাঁচা বাজারের কোনো নির্ধারিত স্থান ছিল না। এতে করে এ বাজারের ৬০০ ব্যবসায়ীকে নানা দুর্ভোগ পোহাতে হত। কিন্তু সিটি করর্পোরেশন এখন কাঁচা বাজার নির্মাণের পকিল্পনা যেখানে করেছে, সেখানে বাজারটি নির্মাণ হলে অন্তত সবমিলিয়ে অন্তত ১০০০ মানুষের কর্মসংস্থান হবে। কাজেই দ্রুত এ বাজারটি নির্মাণের দাবি জানান ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার হড়গ্রাম কাঁচা বাজার অন্যত্র নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ শনিবার ব্যবসায়ীরা সিটি করর্পোরেশনের নির্ধাণ করা স্থানেই বাজার বসানোর দাবিতে মানববন্ধন করেন।

Powered by