প্রতিনিধি ১ জুন ২০২৪ , ৩:৪৮:১৩ প্রিন্ট সংস্করণ
ঢাকার আশুলিয়ায় একটি বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করেছে বলে ভুক্তভোগীর অভিযোগ।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ বিষয়ে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিস্তারিত তথ্য দেওয়া যাবে বলে জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাদরুজ্জামান। এরআগে শুক্রবার দিবাগত রাত ২টার সময় আশুলিয়ার ইয়ারপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন আব্দুর রহমান দেওয়ানের একটি ডুপ্লেক্স বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে বলে ভুক্তভোগীর অভিযোগ। এসময় ডাকাত সদস্যের মারধরে প্রায় তিন জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
আহতরা হলো ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রহমান দেওয়ান, তার ছেলে ফয়সাল ও ছেলের বউ। তারা সবাই ওই বাড়িতে বসবাস করতেন।
ভুক্তভোগী আব্দুর রহমান দেওয়ান জানান, গতকাল রাতের খাবার খেয়ে ১০ টার দিকে সবাই ঘুমিয়ে পরি। রাত ২ টার দিকে ৮/১০ সদস্যের একটি ডাকাতদল আমার বাড়িতে প্রবেশ করে। এরপর বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ১৭ ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা লুট করে। এসময় আমরা বাড়ির লোকজন বাঁধা দিলে আমার ছেলে, ছেলের বউ ও আমাকে ব্যাপক মারধর করে। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাদরুজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম, সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। ফুটেজ দেখে বিস্তারিত বলা যাবে। তবে লুট হওয়া টাকা ও স্বর্ণালংকারের ব্যাপারে ভুক্তভোগীরা এখনও কিছু জানায়নি। ঘটনাস্থলে আবার যাবো। বিস্তারিত পরে জানাতে পারবো বলেও তিনি জানান।