ঢাকা

আশুলিয়ায় এসএসসি ২০০৩-২০২০ ব্যাচের মিলনমেলা ও ইফতার

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৪:২২:১০ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় এসএসসি ২০০৩-২০২০ ব্যাচের মিলনমেলা ও ইফতার

এগিয়ে চলি শান্তির পথে, বন্ধুত্ব অটুট থাকুক সারাজীবন”-এই স্লোগানকে সামনে রেখে এসএসসি ব্যাচ ২০০৩-২০২০ এর ছাত্র-ছাত্রীদের মিলনমেলা, দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আশুলিয়ার গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজের  ২০০৩-২০২০ এসএসসি ব্যাচের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এই মিলনমেলা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

এ সময় ২০০৩-২০২০ সালের যে সকল শিক্ষার্থীরা প্রয়াত হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ২০০৩-২০২০ এর ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে “গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ সাবেক ছাত্র কল্যাণ সংস্থা নামের” একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ঘোষণা দেওয়া হয়। এই সংগঠনের মাধ্যমে অসহায়, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্য সহযোগীতা সহ সামাজিক মূলক কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির সদস্যরা।

২০০৩ ব্যাচের শিক্ষার্থী ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসাইন মুন্সীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রায় তিনশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রাক্তন শিক্ষার্থী আবুল হোসাইন মুন্সী বলেন, এখানে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, যা তাকে অত্যন্ত আনন্দিত করেছে। এমন মিলনমেলার মাধ্যমে তাদের বন্ধন আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন এবং ভবিষ্যতে এর থেকে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সকলেই যেন বন্ধুত্বের বন্ধন অটুট রেখে একসঙ্গে এগিয়ে যেতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। ইতিমধ্যে আমরা প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ঘোষণা দিয়েছি। এই সংগঠনের মাধ্যমে অসহায়-গরীব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা সহ সামাজিক মূলক কাজ করা হবে।

আরও খবর

Sponsered content