ঢাকা

আশুলিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৫ , ৪:১৮:৪৪ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার বাইপাইলের টিএসসি পাম্পের পাশে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল টিএসসি পাম্প ও মাস্টার প্লাজার পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী বিল্লাল জানান, আমি বোতল টোকাই এর কাজ করি। সকাল আনুমানিক ৬:৩০ মিনিটের দিকে বোতল টোকাতে এসে দেখি একটি লাশ ভেসে আছে। আমি ভয় পেয়ে যাই এবং পাশের মাস্টার প্লাজার সিকিউরিটি কে জানাই। তখন সিকিউরিটি আমাকে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানাতে বলে। পরে আমি ৯৯৯ এ কল করে পুলিশকে জানাই এবং আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা সম্পর্কে জানতে চাইলে বলেন, ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা করে।

আরও খবর

Sponsered content