প্রতিনিধি ৫ মার্চ ২০২৫ , ৫:২৬:১৬ প্রিন্ট সংস্করণ
ঢাকার আশুলিয়ায় তানজিলা টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ১০টার দিকে আশুলিয়ার বারইপাড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এঘটনায় ৫ জন শ্রমিক আহত হয়েছে বলে জানা যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আহতদের নাম ঠিকানা সহ বিস্তারিত পরিচয় সম্পর্কে জানা যায়নি।
এবিষয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানান, কারখানাটির ফিনিশিং ফ্লোরের স্ট্যান্ডার মেশিনে বার্ন হয়ে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে, এদের দুজনের অবস্থা গুরুতর। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি।