প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ , ৮:০৭:৩০ প্রিন্ট সংস্করণ
আশুলিয়ায় একটি পোশাক কারখানার ছাটাইকৃত শ্রমিকরা বকেয়া পাওনা, চাকরিতে পুনর্বহালসহ বেশ কিছু দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। সকাল থেকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই বিক্ষোভ করে শ্রমিকেরা।
সোমবার সকাল ১০টা থেকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কারখানাটির সামনে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকরা।
শ্রমিকরা জানায়, কারখানা মালিকের একবেলা ভালো খাবারের আয়োজনকে কেন্দ্র করে শ্রমিক ও স্টাফদের মাঝে সংঘর্ষ হয়। এর ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে কারখানা কতৃপক্ষ ৪০০ এর অধিক শ্রমিক ছাটাই করলে, ছাটাইকৃত শ্রমিকরা সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।
বিক্ষুদ্ধ শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা ও যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুর আলম সিদ্দিকী বলেন, শারমীন গ্রুপের প্রায় সাড়ে ৪ শতাধিক চাকরিচ্যুত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা ঘটনাস্থলে আছি, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
এব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে রোববার ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানে শ্রমিকদের দাবি অনুযায়ী পাওনাদি পরিশোধে রাজি নয় মালিকপক্ষ। ফলে ওইদিন কোনো সমাধান হয়নি। তাই সোমবার শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। সোমবার আবার শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ, পুলিশ ও বিজিএমইএ সঙ্গে আলোচনা চলছে।