দেশজুড়ে

মৎস্য সপ্তাহে পিংক সিটির লেকে ২৫ কেজি মাছ অবমুক্ত

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২১ , ৫:৪১:৫২ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: :

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। শনিবার থেকে মৎস্য সপ্তাহের প্রথম দিনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষে প্রচারণা চালানো হয়।

২৯ আগস্ট রোববার রাউজান পিংক সিটির লেকে ২৫ কেজি মাছ ছাড়ার মধ্যদিয়ে লেকের জলাশয়ে মাছ অবমুক্ত করা হয়। সি. উপজেলা মৎস্য কর্মর্তা পিযুষ প্রভাকরে সভাপতিত্বে ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, এসি ল্যাণ্ড অতিশ দর্শী চাকমা। শনিবার মৎস্য কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ কর্মসূচি কর্মসূচী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

আরও খবর

Sponsered content

Powered by