ঢাকা

আশুলিয়ায় শ্রমিক নেতাকে প্রাণনাশের হুমকি

  প্রতিনিধি ১২ মার্চ ২০২৫ , ৩:৫৮:১১ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় শ্রমিক নেতাকে প্রাণনাশের হুমকি

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: সরোয়ার হোসেনকে মুঠোফোনে অজ্ঞাত পরিচয়ে এক ব্যাক্তি অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বুধবার সকালে এবিষয়ে নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন। এরআগে সোমবার রাতে ০১৫৮০৭৪০৯৭৫ এই নাম্বার থেকে অজ্ঞাত পরিচয়ে ওই শ্রমিক নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে এঘটনায় থানায় একটি জিডি করেন ভুক্তভোগী, জিডি নং-১১৫৫।

ভুক্তভোগী মো. সরোয়ার হোসেন (৫০)  দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতি করে আসছেন। এছাড়াও তিনি ভাড়াটিয়া পরিষদের সাভার ও আশুলিয়া কমিটির সভাপতির দ্বায়িত্বে আছেন।

ভুক্তভোগী শ্রমিক নেতা অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতির সাথে জড়িত আছি। পোশাক শিল্প এদেশের অর্থনীতিকে চাঙা করে রেখেছে। এ খাতে মালিক শ্রমিক অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। তাই মালিক ও শ্রমিকের মাঝে কোন সমস্যা হলে এ শিল্পকে টিকিয়ে রাখার লক্ষ্যেই তাদের সেই সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টাই সর্বাত্মক অব্যাহত থাকবে। এরই মাঝে আমাদের নানাবিধ সমস্যা ফেইস করতে হয়। এরই ধারাবাহিকতা অনুযায়ী ১০ই মার্চ (সোমবার) রাতে আমি বাসায় অবস্থান করছিলাম। তখন ০১৫৮০৭৪০৯৭৫ নাম্বার হতে অজ্ঞাত পরিচয়ে আমার ব্যবহৃত  ০১৯২৯৭৫৪৫৩০ এই নাম্বারে কল দিয়ে কোন কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সেই সময়ে আমি তার পরিচয় জানতে চাইলে, সে কোন পরিচয় দেয়নি বরং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া সহ নানাবিধ ভয়ভীতি দেখায় এবং ফোনটি কেটে দেয়। এরপর থেকে আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি। পরে কোন উপায় না পেয়ে, থানায় একটি জিডি করি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে আমি আশাবাদী।

০১৫৮০৭৪০৯৭৫ এই নাম্বার থেকে হুমকি দেওয়ার অভিযোগে অজ্ঞাত ওই ব্যক্তির সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। 

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, আমি বাইরে ডিউটিতে ছিলাম বিধায়  অভিযোগের কপি হাতে পাইনি। হাতে পেলে যে নাম্বার দিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে, তার ডিটেইলস বের করে ব্যবস্থা নেওয়া হবে।

এঘটনার পর থেকে অজ্ঞাত অভিযুক্তকে আইনের ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানান বিভিন্ন ফেডারেশন শ্রমিক নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content