ঢাকা

কি‌শোরগঞ্জে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৩ , ৭:৫০:২৮ প্রিন্ট সংস্করণ

কি‌শোরগঞ্জে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জ  এক্সপ্রেস  আন্তঃনগর ট্রেন পয়েন্ট বিচ্যুতির কারণে লাইন থেকে  ইন্জিন সহ ৪ বগি

পড়ে গিয়ে মারাত্নক ক্ষতির সন্মুখীন হয়েছে। 

২৫ নভেম্বর  ( শনিবার) বিকাল ৪.২০ মিনিটে আন্তঃনগর কিশোরগঞ্জ  এক্সপ্রেস ট্রেন টি  ঢাকার উদ্দেশ্যে  কিশোরগন্জ ষ্টেশন ত্যাগ করে।  ২৫ মিনিট অতিক্রান্ত  হতেই গচিহাটা ষ্টেশনে প্রবেশপথ  পয়েন্টস্ জনিত এুটির কারণে ঘটনাস্থলে  ইন্জিন সহ ৪ টি বগি  লাইনচ্যুত হয়ে পড়ে যায়। অপরদিকে  ময়মনসিংহ  অভিমুখি বিজয় এক্সপ্রেস  অন্যলাইনে ক্রসিং কথা ছিল। 

 কিশোরগঞ্জ  রেলওয়ে ষ্টেশনের ষ্টেশন মাস্টার  মোঃ মিজানুর রহমান  সূএে জানাগেছে  যাএীদের মাঝে হতাহতের খবর পাওয়া যায়নি তবে ভৈরব  থেকে ময়মনসিংহ রুটে  ট্রেন  চলাচল বন্ধ হয়ে গেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ কে  জানানো হয়েছে  উদ্ধারকারী ট্রেন এসে ইন্জিন ও বগি গুলো  যথাযথভাবে লাইনে পূনঃ  স্হাপন  করলে কেবল ট্রেন আবার চলাচল শুরু করতে পারবে। 

এ রুটে ভৈরব  স্টেশন সংলগ্ন  এগারসিন্ধু এক্সপ্রেস  ট্রেন  ও কয়েক সপ্তাহ আগে এরকম দুর্ঘটনার  শিকার হয়েছিলেন। এতে পর পর ট্রেন দুর্ঘটনায়  যাএী সাধারণের মাঝে  আতংক বিরাজ করছে। 

আরও খবর

Sponsered content

Powered by