ঢাকা

আশুলিয়ায় শ্রমিক নেতার উপর হামলা

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৪ , ৩:১১:৫৮ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় শ্রমিক নেতার উপর হামলা

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় মো. সুলতান মাহমুদ নামের এক শ্রমিক নেতার উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সন্ধ্যায় আশুলিয়ার ইউনিক এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় আশুলিয়া থানায় ২জনের নাম উল্ল্যেখসহ  ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

আহত সুলতান মাহমুদ একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি পদে দ্বায়িত্বে আছেন।  

অভিযুক্তরা হলো- স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক বগুড়া জেলার শাহজাহানপুর থানার খাদাস উলালপাড়ার আফতাব মন্ডলের ছেলে মোখলেছুর রহমান ও অন্যজন করিম গাজি সহ অজ্ঞাত ৫/৬ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ মাস আগে ফেডারেশনের কাজের বিষয় নিয়ে ১নং আসামির সাথে ভুক্তভোগী শ্রমিকনেতার বাক-বিতন্ডতা হয়।১৪/০৭/২০২৪ তারিখ সন্ধ্যা ৬ টার সময় আশুলিয়া থানাধীন ইউনিক বাসষ্ট্যান্ড এলাকায় জীবন এর ফেডারেশন অফিসের ভিতরে অন্যান্য ফেডারেশন শ্রমিক নেতাদের সাথে আলাপ আলোচনা চলাকালে ১ নং বিবাদী তার সাথে খারাপ আচরণ করে। সে প্রতিবাদ করায়, বিবাদী আমার উপর চড়াও হয়ে তার উপর আক্রমন করে এলোপাতাড়ী ভাবে কিল ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং প্রাণ নাশের হুমকী দেয়। পরপরই ২নং আসামি তার উপর আক্রমন করে এলোপাথাড়ী ভাবে মারধর করে এবং বিবাদীও আমাকে প্রাণ নাশের হুমকী দিয়ে উপস্থিত ফেডারেশন লোকজন আমাকে বিবাদীদের কবল হতে উদ্ধার করে। বিবাদীরা বলে, তাহার অনেক সন্ত্রাসী বাহিনী আছে। তাদের দিয়ে যে কোন সময় প্রাণে মেরে ফেলবে বলে হুমকী দেয়।

এবিষয়ে ভুক্তভোগী সুলতান মাহমুদ বলেন, আমি কিছু বুঝে উঠার আগেই মোখলেছুর ও তার সন্ত্রাসী বাহিনী পিছন দিয়ে আমাকে আমার উপর হামলা করে। এসময় আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। আমি খুব ভয়ে আছি, তারা যেকোন সময় আমাকে প্রাণে মেরে ফেলতে পারে। তাই আমি বলতে চাই আমার যদি কিছু হয়, তাহলে যারা আমাকে মেরে ফেলতে মোকলেছকে ইন্ধন দিচ্ছে তারা দ্বায়ী থাকবে এবং তাদের নাম আমি আমার ডাইরিতে লিখে রেখেছি। যারা আমার উপর হামলা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা বলেন, মারামারির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content