
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে কাধে-কাঁধ মিলিয়ে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মতবিনিময় সভা করছেন থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় সংগঠনটির কার্যালয়ে এই মতবিনিময় সভা করেন তারা। এসময় শ্রমিকদের বিপদে-আপদে এবং অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার দেন তারা। সেই সাথে ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ধানের শীষ মার্কাকে বিজয় করার লক্ষ্যে কাজ করবেন বলেও আশাবাদ ব্যাক্ত করেন।
থানা শ্রমিক দলের সভাপতি মো: আবিদুর রহমান পাষাণের সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মধু, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনছার আলী, জুয়েল খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ভূইয়া, হাসমত মন্ডল, প্রচার সম্পাদক নূর আলম ভূইয়া, শ্রমিক ফেডারেশনের আল কামরান, শামীম হাসান, মিজান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা আশিকুর রহমান, মামুন, ঈমন শিকদার, ইউসুফ ও জীবন সহ আরও অনেকে।