খেলাধুলা

ইংল্যান্ডকে প্রেরণা জুগিয়েছে ১৯৬৬ বিশ্বকাপের ভিডিও 

  প্রতিনিধি ১ জুলাই ২০২৪ , ৩:১১:২৪ প্রিন্ট সংস্করণ

ইংল্যান্ডকে প্রেরণা জুগিয়েছে ১৯৬৬ বিশ্বকাপের ভিডিও
নাটকীয় জয়ে শেষ আটে ইংল্যান্ড

ইউরোর শেষ ষোলোয় হারের মুখে ছিল ইংল্যান্ড। পরে নাটকীয় এক প্রত্যাবর্তনে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ম্যাচের পর ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট জানিয়েছেন, অবিশ্বাস্য সেই জয়ের পেছনের গল্প। আসলে ১৯৬৬ সালের বিশ্বকাপ ক্যাম্পেইনের একটি ভিডিও হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামদের প্রেরণা হিসেবে কাজ করেছে।

খেলার ২৫ মিনিটেই ইভান শ্রানজের গোলে পিছিয়ে পড়েছিল থ্রি লায়ন্স। তার পর তো জয়ের আশাতেই ছিল স্লোভাকিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ইংলিশদের সমতায় ফেরান জুড বেলিংহাম। তাতে ম্যাচটা চলে যায় অতিরিক্ত সময়ে। সেখানে শুরুতেই হ্যারি কেইন স্কোর ২-১ করে জয়ের সব আয়োজন সম্পন্ন করেছেন। শেষ পর্যন্ত রক্ষণ আগলে রেখে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গ্যারেথ সাউথগেটের দল। 

ম্যাচের পর নাটকীয় জয়ের পেছনের প্রেরণার গল্পটা তুলে ধরেন ইংল্যান্ড কোচ। তিনি জানান টুর্নামেন্টের আগে সেন্ট জর্জেস পার্কে শিষ্যদের একটি ভিডিও দেখিয়েছিলেন। যে ভিডিওতে ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জেতা দলের প্রতিটি সদস্যের গুরুত্ব সম্পর্কে তুলে ধরা হয়েছে, ‘আমরা ১৯৬৬ বিশ্বকাপের একটা ভিডিও ছেলেদের দেখিয়েছিলাম। তাতে ফাইনালের আগ পর্যন্ত দলটির কঠিন পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। যেখানে জিওফ হার্স্ট, যে কিনা কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত খেলেনি এবং শেষ আটে তার হ্যাটট্রিকেই দল পশ্চিম জার্মানিকে হারিয়েছে। তার মতো এমন যারা খেলেছিল, প্রত্যেকে যার যার ভূমিকা গুরত্বের সঙ্গে রেখেছিল। সেই গুরুত্বটাই শিষ্যদের বোঝানো হয়েছে’

তিনি আরও বলেছেন, ‘আমরা আসলে ওই দলটার মূল্যকে উপযুক্ত স্বীকৃতি দিতে চেয়েছি, ওই মুহূর্তগুলো স্মরণ করতে চেয়েছি। কারণ, এগুলোই আসলে টুর্নামেন্ট বিজয়ী দলের একটা অংশ। এখনও আমাদের অনেক দূর যেতে হবে।’

আরও খবর

Sponsered content