আন্তর্জাতিক

দ্বিতীয় গভীরতম ব্লু হোলের খোঁজ মিললো

  প্রতিনিধি ২ মে ২০২৩ , ৮:০১:৪৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

প্রথমটি হলো দক্ষিণ চীন সাগরের ড্রাগন হোল। যার গভীরতা প্রায় ৯৮০ মিটার। এই হোলটি প্রায় ৯০০ ফুট গভীর। বিস্তার প্রায় এক লাখ ৪৭ হাজার বর্গফুট এলাকা জুড়ে। মেক্সিকোর চেটুমাল উপসাগরে হদিশ মিলল বিশ্বের দ্বিতীয় গভীরতম ব্লু হোল বা নীল গহ্বরের।

গহ্বরটি মেক্সিকোর ইয়াকটান উপদ্বীপের কাছের উপসাগরে হওয়ায় এর রং নীল। এ ধরনের গহ্বরের পানির অংশের গভীরতা বাকি অংশের তুলনায় বেশি হয়। ফলে সূর্যের আলো এ সমস্ত গহ্বরের তলদেশ পর্যন্ত পৌঁছতে পারে না। এ কারণেই গহ্বরগুলো বেশ অন্ধকারাচ্ছন্ন থাকে।
মেক্সিকোর এ ‘ব্লু হোল’টির আবিষ্কার ২০২১ সালেই হয়েছিল, তবে সম্প্রতি এর নথিভুক্তকরণ হয়েছে সায়েন্টিফিক জার্নাল ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্সে।

ডিসকভারি ডট কম জানাচ্ছে, ব্লু হোলের ভেরতে রয়েছে সমুদ্রখাতে তৈরি হওয়া প্রাচীন চুনাপাথরের গুহার অংশবিশেষ। সমুদ্রের তলদেশে থাকা গাছের পাতা প্রভৃতি পঁচে, মৃত ব‌্যাকটিরিয়ার স্তূপ জমে জমে এর উৎপত্তি। ‘ব্লু হোল’-এর নিচে রয়েছে সম্পূর্ণ অজানা এক রহস‌্যময় প্রকৃতি।

ইউএস জিওলজিক‌্যাল সোসাইটির বিজ্ঞানী ক্রিস্টোফার জি স্মিথ জানান, ‘ব্লু হোল’ নিয়ে মানুষ খুব কম জানে। তার কারণ এ নিয়ে চর্চা খুব কম হয়েছে। এদের অন‌্য নাম ‘টাম জা’, যার অর্থ ‘গভীর পানি’। মেক্সিকোয় যে নীল গহ্বরের সন্ধান পাওয়া গেছে, তা বিশ্বের দ্বিতীয় গভীরতম।

আরও খবর

Sponsered content

Powered by