রাজশাহী

সিরাজগঞ্জে প্রতিবন্ধী দিবস পালিত

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২২ , ৭:৩০:৪৪ প্রিন্ট সংস্করণ

এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। “অন্তর্ভূক্তিমুলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ^বিনির্মাণে উদ্ভাবনের ভুমিকা” এই ¯েøাগানকে সামনে রেখে আলোচনা সভা, বনার্ঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন,সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিরাজগঞ্জ এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও স্বেচ্ছাসেবী সংগঠনসমুহের আয়োজনে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবের মিল্লাত মুন্না। শোভাযাত্রাটি কোর্ট চত্বর প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে শেষ হয়। অফির্সাস ক্লাবের হল রুমে আলোচনা সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম, অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ ২আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, অতিরিক্ত পুলিশ সুপার কামারখন্দ সার্কেল আদনান মুস্তাফিজ, জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক,ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)এর উপ ব্যবস্থাপক (শিক্ষা ও প্রতিবন্ধীতা বিষয়ক) শিপন চন্দ্র নাগ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান।

 

আরও খবর

Sponsered content

Powered by