প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৫:০৫:২৯ প্রিন্ট সংস্করণ
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব ওমর আলী শেখ এবং তার সন্তান জনাব ওয়াহিদা খানম উপজেলা নির্বাহি অফিসার ঘোড়াঘাট দিনাজপুর এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফুলবাড়িয়া উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সোমবার বেলা ১২টার দিকে ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কে দাঁড়িয়ে জানানো হয়। প্রতিবাদে একাতœ ঘোষণা করেন স্থানীয় বীরমুক্তিযোদ্ধাবৃন্দ। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুল মালেক সরকার, ইউএনও আশরাফুল ছিদ্দিক, ওসি মোহা. আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সালমান রহমান রাসেল, যুব উন্নয়ন কর্মকর্তা নুর মোহাম্মদ, আনসার ভিডিপি অফিসার রতœা ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিক সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধিবৃন্দ অংশ নেন। বীর মুক্তিযোদ্ধা ও তার সন্তানদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।