দেশজুড়ে

ইউপি চেয়ারম্যান হত্যা: মিছিল থেকে আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৪ , ৪:০৩:১৮ প্রিন্ট সংস্করণ

ইউপি চেয়ারম্যান হত্যা: মিছিল থেকে আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুমন হালদার (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল থেকে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা।

রবিবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আলহাজ ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয়ের সামনে পাঁচগাঁও ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে বিক্ষোভ মিছিল থেকে হত্যা মামলার অভিযুক্ত আসামি মিলেনুর রহমান মিলন ও জাহানুর রহমান সওদাগরের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

অগ্নিকাণ্ডের বিষয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার (এসপি) আসলাম খান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মানববন্ধন শেষে হঠাৎ করেই অভিযুক্ত দুই আসামির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন দেওয়ার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান দেওয়ান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন সরকার, পাঁচগাও আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মোল্লা, নিহতের ছোট ভাই প্রবাসী লিমন হালদার, সাবেক ইউপি সদস্য মো. জব্বার, স্কুলের ছাত্র-ছাত্রী ও নিহতের পরিবারের সদস্যসহ ৫ শতাধিক এলাকাবাসী।

প্রসঙ্গত, গত ৭ জুলাই দুপুর দেড়টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামের আলহাজ ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান সুমন হালদার।

আরও খবর

Sponsered content