প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৬:৪১:৫৫ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটে ইয়ুথ ভিশন ২.০ : ‘একসাথে বাংলদেশের ভবিষ্যৎ গড়ি’ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর ) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বিভিন্ন ইয়ুথ গ্রুপের তিন শতাধকি যুবক এতে অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থতি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, একশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ আরিফ সিদ্দিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী , যমুনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি ইয়ামিন আলী,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সম্পাদক নুর এ আলম প্রমুখ।
আয়োজকরা জানান, অনুষ্ঠানের মাধ্যমে যুবরা পরিবর্তীত বাংলাদেশে জলবায়ু সুবিচার, যুবকদের উদ্ভাবনী চিন্তা, নেতৃত্ব এবং সহযোগিতার প্রতি অনুপ্রাণিত করা, তাদের প্রয়োজনীয় সরঞ্জাম, সম্পদ এবং প্লাটফর্ম সরবরাহ করার মাধ্যমে তাদের সম্ভাবনা বাস্তবায়নে সহায়তা করা।
একশনএইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগীতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পরে একটিবেষ্টাদের আয়োজনে নাটক আলোয় ভরা পৃথিবী মঞ্চায়িত হয়।