দেশজুড়ে

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সাটুরিয়ায় যুবতী গ্রেফতার

  প্রতিনিধি ৫ জুন ২০২০ , ৬:৫৫:৫০ প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ায় এক যুবতীকে আটক করেছে পুলিশ। জানা যায়, আটককৃত রাহা মাহমুদা আক্তার পলি (৩২) তিল্লী ইউনিয়ন বিএপির সভাপতি মো. আঃ কদ্দুস আলীর কন্যা। শুক্রবার সকালে পলিকে মানিকগঞ্জ কোর্টে চালান করা হয়েছে। ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মো. রানা আহম্মেদ শান্ত নামে সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী ছাত্রলীগ নেতা রানা আহম্মেদ শান্ত বলেন, মাহমুদা আক্তার পলি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গত ২০ মে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েতোরা দেখ দেখরে চাহিয়া পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম এই মহিলালেখা সম্বলিত গত একশত বছরে বিশে^ সবচেয়ে নিকৃষ্ট পাঁচজন সরকার প্রধানের নামে একটি পোষ্ট করেন। তাছাড়া ২৮ মে, জুন একই আইডি থেকে বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মীদের সম্পর্কে মানহানিকর অশ্লীল বাক্য প্রয়োগ করে পোষ্ট করেন। এতে আওয়ামীলীগ প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্নসহ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করায় সাটুরিয়া থানায় বৃহস্পতিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান মিঞা জানান, রাহা মাহমুদা আক্তার পলি নামের এক যুবতী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছে তার বিরুদ্ধে মামলা হওয়ায় পুলিশ তিল্লি ইউনিয়নের পার তিল্লি এলাকায় অভিযান চালায়। এসময় ওই যুবতীকে তার বাড়ি থেকে আটক করা হয়। ঘটনায় তার বিরুদ্ধে সাটুরিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং () ২০২০ইং। শুক্রবার সকালে ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে

আরও খবর

Sponsered content

Powered by