প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৪ , ৬:২০:৫৮ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ আট মাসের প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর থেকে উদ্ধার করার হলো ১৫০ বছর আগে ডুবে যাওয়া জাহাজ। শনিবার (১৭ আগষ্ট) জাহাজটি উদ্ধার করে বাংলাদেশ শিপিং এজেন্টেস এসোসিয়েশন।
বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি খাইরুল আলম সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম বন্দরে আমরা এমন একটি জাহাজের খোঁজ পাই। পরবর্তীতে ডুবুরিদের সাহায্যে জাহাজটি উদ্ধার করা হয়।
চ্টগ্রাম বন্দরের সল্টগোলা ঘাট ও ডাঙ্গারচড় ঘাটের মাঝামাঝিতে প্রায় দেড়শত বছর আগে কয়লার ইঞ্জিন চালিত একটি জাহাজ ডুবে যায়। কয়েকটি প্রতিষ্ঠান জাহাজটি উদ্ধার করতে ব্যার্থ হলেও, হীরামন সালবেজ দীর্ঘ আট মাসের প্রচেস্টায় জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকারীদের মধ্যে কয়েকজনের কক্তব্যে জানা যায়, সমুদ্রের তলদেশ থেকে মাটি কেটে উদ্ধার করা হয় জাহাজটি। ধারণা করা হয় জাহাজটি ব্রিটিশ আমলে ডুবে যায়। এটি একটি ব্রিটিশ জাহাজ, যা আনুমানিক দেড় থেকে দুইশত বছর পুরোনো। জাহাজে থাকা উদ্ধারকৃত আসবাসপত্রের বেশিরভাগ আসবাসপত্রই লন্ডনের লোগো আঁকা রয়েছে। জাহাজটি উদ্ধারে খুশি উদ্ধারকারীরাসহ বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন।