বাংলাদেশ

মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২২ , ৫:৪৭:০৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলা বাতিলে বিএনপি নেতা মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এতে মির্জা আব্বাসের বিরুদ্ধে বিচারিক আদালতে এ মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রেজাক খান ও সগীর হোসেন লিয়ন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

রাজধানীর রমনা থানায় ২০০৭ সালে মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ ৭ কোটি ৫৪ লাখ ৩২হাজার ২৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করেছেন তারা।

১৪ মে ২০০৮ এ মামলায় চার্জশিট দেয় দুদক। অভিযোগ গঠন হয় ১৬ জুন ২০০৮। ট্যাক্স আইনে বিচার হওয়ার পরও ফের দুদকের মামলায় কেন বিচার হচ্ছে এমন অভিযোগ এনে হাইকোর্টে আসেন মির্জা আব্বাস। তবে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ ২০১৮ সালে তার আবেদন খারিজ করে দেন।

দুদক বলছে, নিয়মিতভাবে মামলা চললে দ্রুত এ মামলার বিচার শেষ হবে।

আরও খবর

Sponsered content

Powered by