প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৪ , ৪:৫৩:২৬ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে উলিপুর উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আব্দুল মতিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. হায়দার আলী মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম হাবিব নয়ন, যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, জেলা ওলামা দলের আহ্বায়ক মৌলভী মো. ফজলুল হক, সদস্য সচিব মাওলানা মো. ইউনুছ আলী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওলামা দলের নেতা কর্মীবৃন্দ।