বরিশাল

বরগুনার মানবিক পুলিশ সুপার মারুফ হোসেনের বীরত্ব গাঁথা

  প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৯:০৫:৪৮ প্রিন্ট সংস্করণ

বরগুনা প্রতিনিধি: বরগুনার নিখুঁত ও সুনিপন দেশপ্রেম ও পুলিশের প্রতি দরদ ও আপনত্বের মহত্ত¡ যেন একই চিন্তা। এবার করোনা চিকিৎসা নিয়ে আশা একাধিক সহকর্মী প্রশংসা করেছেন। যা সবাই কে মুগ্ধ করেছে। দেশে হরতাল ধর্ম ঘট , জালাও পোড়াও, ছাত্র-শ্রমিক আন্দোল আরও অন্য সংকটে তা বারবার দেখিয়েছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম সব নিয়ন্ত্রণ যেন তার মুখস্থ। মরণঘাতক করোনার প্রানহানির থাবা হতে পুলিশ কে বাঁচাতে তাঁর মানবীয় চিন্তা আর পদক্ষেপ পুলিশ বাহিনী কে করেছে সাহসী। একই সাথে বাহিনী দেখল তার অভিভাবক বিভিন্ন ঔষধ ও পিপিই কিনে দিল সবাই কে। আক্রান্ত সদস্য ও পরিবারের খোঁজ নিলেন নিজেই। নেই কোনো হিংসা বিদ্বেষ। এই করোনা পুলিশ সদস্যদের যতই আক্রান্ত করুক, অভিভাবকত্বের দায়িত্বে সবার মনের মনি কোঠায় জায়গা কওে নিযেছেন তিনি। মৃত্যু আল­াহ্র হাতে। বেশ কয়েক জন সহকর্মী করোনার সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন। তিনি শোক প্রকাশ করেছেন পাশাপাশি শোক কে শক্তিতে পরিণত করেছে। পুলিশ সুপার মারুফ হোসেন দেশকে ও দেশের পুলিশ বাহিনীকে এমন পরিমাপে তুলে ধরেছেন বিদেশীরাও বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসায়: বিশ্ব নায়ক হিসেবে অভিহিত করেছেন। দেশ এখন করোনায় উৎকণ্ঠিত। বিশ্বই বিচ্ছিন্ন। বিশ্বের অন্যান্য্য বাহিনীর হাতে যখন লাঠি আর অস্ত্র। তখন তিনি দিয়েছেন সেবার মন্ত্র আর নাগরিকদের জন্য খাবারের ব্যাগ হাতে তুলে দিয়েছেন। দেশের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু নূন্যতম বিচলিত নন। মুহূর্তে মুহূর্তে মনোবল বাড়ানোর চেষ্টা করছেন। জাতির মনোবলকে উচ্চ পর্যায়ে রাখছেন। তাঁর সে দীক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী তারই ধারাবাহিকতায় সেবা দিচ্ছেন যথাসময়ে যথাসম্ভব দায়িত্ব নিয়ে, দ্বায় নিয়ে। তাঁর নেতৃত্ব আর দিক নির্দেশনায় পুলিশের ভাল ইমেজ আজ মানুষের মুখে মুখে। বাংলাদেশ পুলিশ দেশের মানুষের কাছে দোলনা থেকে কবর পর্যন্ত মনে রাখার মনন সত্তায়। যা শুধুই পুলিশ বরগুনা পুলিশ সুপার মো. মারুফ হোসেন (পিপিএম) এর কারুকার্য। সত্যি তিনি বীরত্বে ভরা বীর, মেধায় ভরা শির তাঁর কথায়, কাজে, সার্ভিস লিডার হিসেবে অদ্বিতীয় ।

আরও খবর

Sponsered content

Powered by