প্রতিনিধি ১০ মার্চ ২০২৫ , ৪:১৯:১৪ প্রিন্ট সংস্করণ
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নারগিস ফাতেমা তোকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রেবা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেরুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিসে সিভিল ডিফেন্সের ষ্টেশন লিডার আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
এসময় ফায়ার সার্ভিস, সেচ্ছাসেবক সংগঠন ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে দূর্যোগ প্রস্তুতি বিষয়ে আলোচনা ও ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।