বাংলাদেশ

পাসপোর্ট র‌্যাংকিংয়ে পেছাল বাংলাদেশ

  প্রতিনিধি ৬ জুলাই ২০২১ , ৬:০০:২৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

আন্তর্জাতিক শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ ছয় ধাপ পিছিয়েছে।বাংলাদেশের পাসপোর্ট বিশ্বে এখন ১০৬ নম্বর অবস্থানে চলে গেছে।গত দুই মাস আগেও বাংলাদেশের অবস্থান ছিল ১০০-তে।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের মঙ্গলবার প্রকাশিত সূচকে এ তথ্য জানা গেছে।এক যুগের বেশি সময় ধরে পাসপোর্ট সূচক প্রকাশ করে আসছে সংস্থাটি।

আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ২২৭ দেশের মধ্যে আগাম ভিসা ছাড়া (অন-অ্যারাইভাল) ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন।

দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের সবশেষ এই সূচক অনুযায়ী সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। বাংলাদেশের সঙ্গে তালিকায় রয়েছে লেবানন ও সুদান।

বছরে চার বার এই সূচক প্রকাশ করে হেনলি।চলতি বছরের জানুয়ারিতে তাদের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।এপ্রিলে এক ধাপ এগিয়ে ১০০তম অবস্থানে উঠে আসে বাংলাদেশের পাসপোর্ট।কিন্তু জুলাইয়ে ছয় ধাপ পিছিয়ে গেল।

আরও খবর

Sponsered content

Powered by