রংপুর

উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৪ , ৩:৩২:৩১ প্রিন্ট সংস্করণ

উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসি আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়াপাড়া এলাকায়। শিশু হাসি আক্তার ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) আল হেলাল মাহমুদ।

এলাকাবাসী ও স্বজন সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হাসির সহপাঠি চাচাতো ভাই আকাশ মিয়া (১০) এর সাথে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান শিশু হাসি আক্তার। এরই এক পর্যায় পানিতে ডুবে নিখোঁজ হন হাসি আক্তার। এরপর চাচাতো ভাই আকাশ মিয়ার আত্মচিৎকারে পরিবারের লোকজন এসে অনেক খোঁজাখুঁজির পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসি আক্তারকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে নেয়ার আগেই হাসি আক্তার নামের ওই শিশুর মৃত্যু হয়েছে।

তবকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর

Sponsered content