রংপুর

উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৪ , ৩:৫০:৫৯ প্রিন্ট সংস্করণ

উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন

“শেখ হাসিনার ইনোভেশন, ড্রেজিং করে নদী শাসন’’ এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লার হাট পয়েন্টে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। এ সময় উপস্থিত ছিলেন, পাউবোর খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) শফিকুল ইসলাম, পাউবোর দিনাজপুর জেলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ শওকত আলী, পাউবোর গাইবান্ধা জেলার নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মনিরুল ইসলাম, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া প্রমুখ।

উল্লেখ্য, পাউবো গাইবান্ধা জেলার ড্রেজার অপারেশন বিভাগের বাস্তবায়নে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ডানতীরে ৩৯.৬০০ হতে ৪০.৪০০ কি. কি. পর্যন্ত ড্রেজিং করা হবে। জানা যায়, নামাজের চর এলাকায় নদী ভাঙনের ফলে এখানকার ২’শ থেকে ৩’শ পরিবার হুমকির মুখে আছে।

হুমকির মুখে পড়া গ্রামগুলোর মধ্যে দক্ষিণ নামাজের চর, খেওয়ার চর ও সোনাপুর সহ আরও বেশ কয়েকটি গ্রাম। এছাড়া ভাঙ্গনে হুমকির মধ্যে রয়েছে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্র, নামাজের চর মহাবিদ্যালয়, নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামগঞ্জ (খেয়ার চর) বাজারসহ ফসলি জমি।

আরও খবর

Sponsered content

Powered by