প্রতিনিধি ৯ জুলাই ২০২৪ , ৪:৩৬:৫৯ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে রাসেল ভাইপার আতঙ্কে পিটিয়ে মেরে ফেলা হলো ‘পাহাড়ি বোরা’ নামের সাপকে । ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলার তিস্তা নদী বেষ্টিত থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর শেখের খামার এলাকায়।
স্থানীয় যুবক ওবায়দুল ইসলাম (৩২) ও আবু সাঈদ (২৮) জানান, তারা সকালে তিস্তা নদীর তীরে পানি দেখতে যান। এসময় তিস্তা নদীর ভাঙ্গনরোধে তীরে ফেলানো জিও ব্যাগের উপর একটি সাপ দেখতে পান। তারা সাপটিকে রাসেল ভাইপারের বাচ্চা সন্দেহে পিটিয়ে হত্যা করেন।
এরপর মৃত সাপটিকে স্থানীয় পাকার মাথা নামক বাজারে নিয়ে আসেন। রাসেল ভাইপার সাপকে পিটিয়ে হত্যার খবর মহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে সবার মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। রাসেল ভাইপার সাপটিকে এক নজর দেখার জন্য সবাই ভিড় করতে থাকেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা বন কর্মকর্তা।
এলাকাবাসী আব্দুল জলিল (৫৫), জয়নাল (৬১), হান্নান (৪৮), আমিনুল (২২)সহ অনেকে জানান, রাসেল ভাইপার সাপকে পিটিয়ে হত্যার খবর পেয়ে আমরা তা দেখার জন্য আসি। সাপটি লম্বায় প্রায় তিন ফিট। হুবহু রাসেল ভাইপার সাপের মত দেখতে। পরে বন কর্মকর্তা সবাইকে জানান এটি ‘পাহাড়ি বোরা’ সাপ, রাসেল ভাইপার নয়।
এ সময় সাপটিকে মাটিতে গর্ত করে ঢেকে রাখা হয়। উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, রাসেল ভাইপার সন্দেহে মেরে ফেলা আসলে সেটি আসলে এটি ‘পাহাড়ি বোরা’ সাপ। এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। যেহেতু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাই সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।