প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২১ , ৬:৩৭:৫৪ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার সকালে মহামারি করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষের মাঝে ঈদুল ফিতরের শুভেচ্ছা হিসেবে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের দিক নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মো. আকমল হোসেন সদর ইউনিয়নের প্রায় ১৫ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করেন।
শ্রীকোলা আব্দুল্লাহ ওয়েল মিল চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কাপড় ও লুঙ্গি বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা যুবলীগের আহবায়ক ও সংসদ সদস্য তানভীর ইমামের একান্ত সচিব মীর আরিফুল ইসলাম উজ্জল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ স্বপন, সাবেক সাধারন সম্পাদক আব্দুল কাদের, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান পান্না ও সাধারণ সম্পাদক সাইদার হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কিবরিয়া, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয় প্রমুখ উপস্থিত ছিলেন।