
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম বলেছেন, সাভার একটি অপরিকল্পিত পৌরসভা। সঠিক পরিকল্পনার অভাবে এখানকার মানুষ দীর্ঘদিন ধরে নানা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে যদি ডাক্তার দেওয়ান মো. সালাউদ্দিন বাবুকে এমপি হিসেবে এবং পৌর নির্বাচনে যদি আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়, তাহলে এই অপরিকল্পিত সাভারকে একটি আধুনিক ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।
সোমবার ১৯ জানুয়ারী বিকেলে সাভার পৌর এলাকার ব্যাককলোনী মাদ্রাসা মসজিদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করেন সাভার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাজু এবং সাভার থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী কমল চন্দ্র।
লায়ন মো. খোরশেদ আলম বলেন, ঢাকা জেলার মধ্যে সাভার পৌরসভা একটি গুরুত্বপূর্ণ পৌরসভা হলেও বিগত সময়ে এখানে যেসব উন্নয়ন কাজ হওয়ার কথা ছিল, তা হয়নি। ফলে পৌরবাসী প্রয়োজনীয় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তিনি মেয়র নির্বাচিত হলে সাভারকে একটি আধুনিক, বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সাভারকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং একটি নিরাপদ শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাদবর, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহাগ হাসান।
এর আগে পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের ধর্মবিষয়ক সম্পাদক জয়দেব শাহার আয়োজনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন লায়ন মো. খোরশেদ আলম।