বাংলাদেশ

একটা সেলফি তুলে আনন্দে ডিগবাজি দিচ্ছে সরকার: রিজভী

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৩ , ৮:২৪:৫৮ প্রিন্ট সংস্করণ

একটা সেলফি তুলে আনন্দে ডিগবাজি দিচ্ছে সরকার: রিজভী

জনবিচ্ছিন্ন এই সরকার একটা সেলফি তুলেই আনন্দে ডিগবাজি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ব্রিকস সম্মেলন ও জি-২০ সম্মেলনের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের জনগণ ও আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ায় সেলফি তুলে অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করেছে। সম্মেলনে উনার (প্রধানমন্ত্রীর) সঙ্গে সাইড লাইনে দুই একটা দেশের রাষ্ট্রপ্রধানের কথা হয়েছে। এটা মূল বৈঠকের মধ্যে পড়ে না। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সেলফি তুলে কি খুশি। আনন্দে গদগদ হয়ে গেছেন ওবায়দুল কাদের। নির্লজ্জতা কত নিম্নগামী হতে পারে।

রিজভী আরও বলেন, ‘ওবায়দুল কাদেররা এতটাই জনবিচ্ছিন্ন যে এই ধরনের কোনো ছবি তুলতেই পারলেই তাদের প্রধানমন্ত্রী আনন্দে ডিগবাজি দেন। আসলে যাদের কোনো গণভিত্তি থাকে না তারা একটি সেলফি তুললেই সন্তুষ্ট হন। আপনি জনগণের সমর্থন হারিয়েছেন। সুষ্ঠু ভোট আপনার সবচেয়ে বড় শত্রু। সেই জন্য একটা সেলফিতেই আনন্দের সীমা নেই।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, গণবিরোধী এবং তারা জনগণের স্বার্থকে উপেক্ষা করছে। সেলফি তুলে জাস্ট নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছে। সরকারের মন্ত্রী-এমপি এবং আওয়ামী লীগের নেতারা এই নিয়েই এখন আনন্দ উল্লাসে মেতে আছেন। এতে কোনো লাভ হবে না।

বিএনপি এই নেতা বলেন, কর্তৃত্ববাদী আওয়ামী শাসনের ভিত্তি হলো বলপ্রয়োগ ও ভয় উৎপাদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে টিকিয়ে রাখার জন্য তৈরি করেছেন নিষ্ঠুর ধ্বংসের পথ। মানুষের বেঁচে থাকা বা স্বাভাবিক জীবনযাপনকে প্রধানমন্ত্রী মোটেই পছন্দ করেন না। আওয়ামী লীগ নেতাদের শুধুই লুটপাটের কাহিনীর পাশাপাশি মেগা প্রজেক্টের নামে তেলেসমাতির কাহিনী এখন মানুষের মুখে মুখে।

তিনি আরও বলেন, বিশ্বের সকল স্বৈরশাসকের মতোই কিছু ফ্লাইওভার দেখালেই তারা মনে করে মানুষের দুঃখ,কষ্ট, ব্যথা, বেদনা সেরে যাবে। কিন্তু জনস্বাস্থ্যকে উপেক্ষা করে মানুষকে রোগব্যাধির মধ্যে নিপতিত করে সরকার জনগণের টাকাকে খোলামকুচিতে পরিণত করে বিত্ত বৈভবের পাহাড় গড়েছে। যার নতুন নতুন কাহিনী প্রকাশ পাচ্ছে। এর মধ্যে ২৫২ কর্মকর্তার ইউরোপ, আমেরিকায় প্রাসাদসম বাড়ি এখন ‘টক অব দি মান্থ’। আর সারাদেশ ডেঙ্গুতে কাতরাচ্ছে। এই অবৈধ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও টিআইবি যে সুপারিশ করেছে তাও মানছে না। মানুষ বাঁচাতে এদের কোনো মাথাব্যথা নেই।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আবদুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. রফিকুল ইসলাম, মুনির হোসেন, ডা.রফিকুল ইসলাম বাচ্চু, ডা.পারভেজ রেজা কাকন, ড্যাবের ডা.হারুন আল রশিদ ও ডা.আবদুস সালামসহ আরও অনেকে।

এর আগে আজ সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় রুহুল কবির রিজভী বক্তব্য দেন। জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও অংশ নেন বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, সেলিমুজ্জামান সেলিম, তাঁতি দলের সদস্য সচিব মজিবুর রহমান, ওলামা দলের সদস্য সচিব হাফেজ নজরুল ইসলামসহ আরও অনেকে।

আরও খবর

Sponsered content