দেশজুড়ে

এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা ২১শে ফেব্রুয়ারি, ৬০ হাজার টাকা পুরস্কার

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:৩২:২৭ প্রিন্ট সংস্করণ

এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা ২১শে ফেব্রুয়ারি, ৬০ হাজার টাকা পুরস্কার

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ‘এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা-২৫’ আগামী ২১ শে ফেব্রুয়ারি হিরা মিয়া গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হবে। এতে ৫ম শ্রেণি থেকে অনার্স অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এতে অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীকে বিনা মূল্যে রেজিষ্ট্রেশন ফরম পূরণ করার জন্য আহ্বান করা হয়েছে।  উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের কে ৬০ হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ প্রদান করা হবে।

প্রতিযোগিতা সম্পর্কিত তথ্যাদি:

ক বিভাগ: স্কুল পর্যায় (৫ম-৬ষ্ঠ)
নম্বর বন্টন- (বাংলা ৫, ইংরেজি ৫, গণিত ৫, বিজ্ঞান ৫, সাধারণ জ্ঞান ১০ ও নবীগঞ্জ বিষয়ক ৫ )

খ বিভাগ: স্কুল পর্যায় (৭ম-৮ম)
নম্বর বন্টন- (বাংলা ৫, ইংরেজি ৫, গণিত ৫, আইসিটি ৫, সাধারণ জ্ঞান ১০ ও নবীগঞ্জ বিষয়ক ৫)

গ বিভাগ:  স্কুল পর্যায় (৯ম-১০ম)
নম্বর বন্টন- (বাংলা ৫, ইংরেজি ৫, গণিত ৫, আইসিটি ৫  সাধারণ জ্ঞান ১০ ও নবীগঞ্জ বিষয়ক ৫)

ঘ বিভাগ: কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায় (একাদশ-দ্বাদশ ও অনার্স/ডিগ্রি)
নম্বর বন্টন- (বাংলা ৫, ইংরেজি ৫, আইসিটি ৫,  গণিত ৫, সাধারণ জ্ঞান ১৫ ও নবীগঞ্জ বিষয়ক ৫)

প্রতিযোগিতার নিয়মাবলি:

১) অবশ্যই ফরম সাথে নিয়ে আসতে হবে। (আবেদনকারীর ফরমটি প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে)।
২) পরীক্ষার ২০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
৩) পরীক্ষার ফলাফল ২২ই ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১ ঘটিকায় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘোষণা করা হবে।

পরীক্ষার তারিখ: ২১ই ফেব্রুয়ারি ২০২৫
রোজ: শুক্রবার 
স্থান: হিরা মিয়া গার্লস হাই স্কুল, নবীগঞ্জ।

সময়:
ক বিভাগ
বিকাল ২টা থেকে ২.৩৫ মিনিট

খ বিভাগ
বিকাল ২.৫০ মিনিট থেকে ৩.২৫ মিনিট

গ বিভাগ
বিকাল ৩.৪০ মিনিট থেকে ৪.১৫ মিনিট

ঘ বিভাগ
বিকাল ৩.৪০ মিনিট থেকে ৪.১৫ মিনিট

পর্যায়ভিত্তিক পুরস্কার:

ক) স্কুল পর্যায় (৫ম-৬ষ্ঠ) শিক্ষার্থীদের জন্য:
১) ৫০০০ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ।
২) ৩০০০ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ
৩) ২০০০ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ

খ) স্কুল পর্যায় (৭ম-৮ম) শিক্ষার্থীদের জন্য:
১) ৫০০০ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ।
২) ৩০০০ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ
৩) ২০০০ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ

গ) স্কুল পর্যায় (৯ম-১০ম ) শিক্ষার্থীদের জন্য:
১) ৫০০০ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ।
২) ৩০০০ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ
৩) ২০০০ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ

ঘ) কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায় (একাদশ-দ্বাদশ ও অনার্স/ডিগ্রি) শিক্ষার্থীদের জন্য:
১) ৫০০০ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ।
২) ৩০০০ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ
৩) ২০০০ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ 

আরও খবর

Sponsered content