প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০৮:০৭ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত “এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা”র ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২২শে ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থার সদস্য সাইফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জাবেদুর রহমান এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন সোহান আহমেদ, কবিতা আবৃত্তি করেন পাপিয়া ইয়াসমীন মুন্নি, গান পরিবেশন করেন সাবরিন ও এক মুঠো হাসি’কে নিয়ে সংগীত পরিবেশন করে আল-আমিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, গীতিকার ও সাহিত্যিক জনাব জাহাঙ্গীর আলম রানা, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, নবীগঞ্জ উপজেলা স্কুলের প্রধান শিক্ষক কাঞ্চন বণিক, বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়া, সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের সিইও সাইফুর রহমান খান, নবীগঞ্জ উপজেলা স্কুলের প্রধান শিক্ষক কাঞ্চন বণিক, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এটি এম সালাম, সাধারণ সম্পাদক ছনি চৌধুরী প্রমুখ।
এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতার ক বিভাগে ১ম স্থান অর্জন করেন নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবা মেহরিন, ২য় স্থান অর্জন করেন দেবশ্রী সরকার, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও ৩য় স্থান অর্জন করেন অনামিকা বনিক লাবন্য, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজ। খ বিভাগে ১ম স্থান অর্জন করেন অর্চিতা রানী দাশ, হিরা মিয়া গার্লস হাই স্কুল। ২য় স্থান অর্জন করেন অনিন্দ্য অদ্রি সরকার, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও ৩য় স্থান অর্জন করেন প্রদীপ্তা চৌধুরী, হিরা মিয়া গার্লস হাই স্কুল গ বিভাগে ১ম স্থান অর্জন করেন সৌমিক দাশ সাম্য, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজ।
২য় স্থান অর্জন করেন সুস্মিতা দাশ তালুকদার, হিরা মিয়া গার্লস হাই স্কুল। ৩য় স্থান অর্জন করেন শাওন দাশ নিরব, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজ। ঘ বিভাগে ১ম স্থান অর্জন করেন মির্জা ফখরুল আমিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২য় স্থান অর্জন করেন, শ্রাবন্তী দাশ, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও ৩য় স্থান অর্জন করেন তামান্না আক্তার, নবীগঞ্জ সরকারি কলেজ।
এছাড়া প্রত্যেক বিভাগে ১০ জনকে বিশেষ পুরস্কার প্রদানসহ মোট ৪০ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। এসময় স্বনির্ভর প্রজেক্টের আওতায় দরিদ্র পরিবারের মধ্যে ছাগল বিতরন করা হয়েছে উল্লেখ্য, ২১শে ফেব্রুয়ারি এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৯২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।