চট্টগ্রাম

রায়পুরে টিসিবির পণ্য কিনতে গিয়ে মেম্বারের হাতে মারধরের শিকার প্রতিবন্ধী বৃদ্ধ।

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২২ , ৬:৩৭:০০ প্রিন্ট সংস্করণ

ইমতিয়াজ উদ্দীন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে তাদের উপকারের জন্য সরকার ভর্তুকি দরে সারাদেশে টিসিবি পণ্য বিক্রয় করে স্থানীয় ডিলারদের মাধ্যমে, তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ০৬ নং কেরোয়া ইউনিয়নের জোড়পোল নামক স্থানে গত সোমবার বিকেলে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশের নির্দেশে স্থানীয় ডিলার টিসিবির পণ্য বিক্রয় করতে গেলে টিসিবির কার্ডদারি গ্রাহক অত্র ইউনিয়নের বাসিন্দা প্রতিবন্ধী নূরে আলম এর উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিবন্ধী নূরে আলম। নূরে আলম অসহায় হওয়ার কারনে তার ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম শিপন মোল্লা তাকে একটি এবং তার স্ত্রীকে একটি টিসিবির কার্ড দিয়েছেন বলে জানা য়ায়, পরে কার্ড নিয়ে প্রতিবন্ধী নূরে আলম টিসিবির পন্য কিনতে গেলে কেরোয়া ০৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুর রহমান আরিফ তাকে দুটি কার্ডের পন্য কিনতে বাধাদান করেন এবং কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবন্ধী আলমকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন বলে খবর পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন এবং তোফায়েল বলেন আমাদের উপস্থিতিতে প্রতিবন্ধী আলমকে ইউপি সদস্য আরিফুর রহমান আরিফ বেধড়ক পিটিয়ে আহত করেছেন পরে আমরা আহত নূরে আলমকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছি এবং তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। খোঁজ নিয়ে জানা যায় আরিফ মেম্বার প্রভাব খাটিয়ে নামে বেনামে ২০/২৫ জনের পন্য নিজে কিনে নিয়ে যায়। এ বিষয় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশের কাছে অভিযোগ দিলে তিনি বলেন আরিফুর রহমান আরিফ এর বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত হলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। সর্বশেষ রায়পুর থানায় আরিফুর রহমান আরিফের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর

Sponsered content

Powered by