দেশজুড়ে

এনএসআই কর্মকর্তার বয়স ১৯! অবশেষে আটক

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৩২:০৭ প্রিন্ট সংস্করণ

এনএসআই কর্মকর্তার বয়স ১৯! অবশেষে আটক

মাত্র ১৯ বছর বয়স তার। তাও এখনও ১ মাস বাকী রয়েছে। অথচ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এর ফিল্ড অফিসার পরিচয়পত্র ঝুলিয়ে এবং গায়ে এনএসআই লেখা জ্যাকেট পড়ে ঘুরে বেড়াতো সে।

মূলতঃ সে ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। তবে অবশেষে আটক হলো নিজ বাড়ি থেকে। নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়ারগাড়ফা গ্রামের নিজ বাড়ি থেকে ওই প্রতারককে আটক করে। ভুয়া ওই এনএসআই কর্মকর্তার নাম জাহিদ হাসান রনি। সে ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। জাতীয় পরিচয়পত্রে তার জন্ম তারিখ লেখা রয়েছে ১ মার্চ, ২০০৬।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, এনএসআই বিভাগের কাছ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ভুয়া এনএসআই কর্মকর্তা জাহিদ হাসান রনিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত এনএসআই লেখা সম্বলিত জাকেট, এনএসআই ভুয়া আইডি কার্ড, ২টি স্মার্ট মোবাইল ফোন, ৪টি সিম কার্ড, ১টি পাওয়ার ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।  

আরও খবর

Sponsered content