বাংলাদেশ

এবার দাম বেড়েছে পাম অয়েলের

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২২ , ২:৫২:২৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

গত সপ্তাহে সয়াবির তেলের মূল্যবৃদ্ধির পর, এবার দাম বেড়েছে পাম অয়েলের। 

জৈব জ্বালানি উৎপাদন সমর্থনে যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাস হয়েছে। এছাড়া চীনেও চাহিদা পুনরুদ্ধারের লক্ষণ দেখা দিয়েছে। যার কারণে পাম অয়েলের দাম বেড়েছে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, আগামী অক্টোবরের পাম অয়েলের সরবরাহ মূল্য বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ। দেশটির রাজধানী কুয়ালালপুরে প্রতি টন বিক্রি হয়েছে ৪০৭৬ রিঙ্গিতে।

খাদ্য ও জ্বালানির জন্য পাম অয়েলের কাছাকাছি বিকল্প সয়াবিন তেল। গত শুক্রবার ভোজ্যতেলটির দর ৪ দশমিক ২ শতাংশ বাড়ে। এরপর ১ শতাংশেরও বেশি তা ঊর্ধ্বমুখী হয়েছে।

সুনভিন গ্রুপের গবেষক প্রধান অনিলকুমার বাগানি বলেন, বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। সাম্প্রতিক সময়ে দেশ দুটিতে নিত্যপণ্যটির মজুত বেড়েছে। তা সত্ত্বেও সয়াবিন তেলের দাম বেড়েছে। ভোজ্যতেলের অন্যান্য বাজারকে যা প্রভাবিত করেছে।

 

আরও খবর

Sponsered content

Powered by