বরিশাল

এমপি শাওনের নেতৃত্বে ১০ হাজার মানুষ যাবে পদ্মা সেতুর উদ্বোধনীতে

  প্রতিনিধি ২২ জুন ২০২২ , ৭:৫৮:২৬ প্রিন্ট সংস্করণ

মনজুরুল আলম, লালমোহন (ভোলা) পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভোলার লালমোহন ও তজুমদ্দিনের ১০ হাজার মানুষ যোগ দেবেন। ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে শুক্রবার রাতে পাঁচটি লঞ্চে তারা রওনা হবেন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন এমপি শাওন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করেছেন পদ্মা সেতু নির্মাণ করে। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হয়েছে এই সেতু নির্মাণের ফলে। এতেই প্রমাণ হয় শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার, উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা থেকে ১০ হাজার মানুষ যাবে পদ্মা সেতুর উদ্বোধনীতে

শাওন জানান, লালমোহন থেকে চারটি ও তজুমদ্দিন থেকে একটি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় লঞ্চগুলো ছেড়ে যাবে। তবে সময় কিছুটা আগে-পরেও হতে পারে। লঞ্চগুলো কাঁঠালিয়া ইলিয়াস চৌধুরী লঞ্চঘাটে গিয়ে অবস্থান করবে। সবার খাওয়ার ব্যবস্থা লঞ্চেই করা হয়েছে।