বাংলাদেশ

‘জয় বাংলা’ এখন জাতীয় স্লোগান, আদেশ জারি

  প্রতিনিধি ২ মার্চ ২০২২ , ৮:৫৭:৪৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে বাধ্যতামূলকভাবে এই স্লোগান ব্যবহার করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।

ওইদিন বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেছিলেন, সব সাংবিধানিক পদ, সরকারি, বেসরকারি অফিসে কর্মরতদের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসেম্বলি, সভা সেমিনারে, সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করতে হবে।

আরও খবর

Sponsered content

Powered by