রংপুর

ওমিক্রন ও করোনা প্রতিরোধে দিনাজপুরে শ্রমিকরা মাঠে

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২২ , ৮:০০:১১ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : ভয়াবহ মহামারী করোনা প্রতিরোধে দিনাজপুরে শ্রমিকরা মাঠে নেমেছেন। গতকাল বুধবার দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত মাইক্রোবাস, কার ও এ্যাম্বুলেন্স বড় মাঠ স্ট্যান্ড কমিটির উদ্যোগে শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি।

মাইক্রোবাস, কার ও এ্যাম্বুলেন্স বড় মাঠ স্ট্যান্ড কমিটির প্রধান উপদেষ্টা মো. সাইফুল ইসলাম (ওস্তাদ)-এর সভাপতিত্বে ও মাইক্রোবাস, কার ও এ্যাম্বুলেন্স বড় মাঠ স্ট্যান্ড কমিটির সভাপতি মো. আমিনুল হক, সম্পাদক মাইন উদ্দীনের তত্ত্বাবধানে যাত্রীদের স্বার্থে প্রত্যেক শ্রমিককে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন শ্রমিক নেতৃবৃন্দ।

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ইউনিয়নের সাবেক সভাপতি মো. রফিক, সাবেক সহ-সভাপতি সাইফুর রাজ চৌধুরী, বর্তমান সহ-সভাপতি এনামুল হক, তৈয়ব আলী, সহ-সম্পাদক ইলিয়াস হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, সড়ক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সড়ক সম্পাদক রবিউল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক সম্রাট, দপ্তর সম্পাদক রহিদুল ইসলাম রেজুসহ শ্রমিক নেতৃবৃন্দ। সঞ্চালনে ছিলেন শ্রমিক নেতা আকরাম হোসেন মুন্না।

 

 

আরও খবর

Sponsered content