ঢাকা

শ্রীপুরে ভুয়া পুলিশ আটক

  প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৭:৪১:৫২ প্রিন্ট সংস্করণ

শ্রীপুরে ভুয়া পুলিশ আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে এক ভুয়া পুলিশ সদস্য শাহরিয়ার পলাশকে (৪০) আটক করে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পলাশ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর তেরটেকিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।

শনিবার সকাল ১০টায় শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামের (১নং সিএন্ডবি বাজার) এলাকার সোহাগ মিয়ার খাবার হোটেলে ভেজাল খাদ্যের অযুহাতে টাকা দাবী করার সময় তাকে আটক করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, শনিবার সকাল ১০টায় শ্রীপুর পৌরসভার ১নং সিএন্ডবি বাজারের একটি খাবার হোটেলে শ্রীপুর থানা পুলিশ পরিচয়ে ভেজাল খাবারের অনুসন্ধান করে। সে নিজেকে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার পরিচয় দিয়ে হোটেল কর্মচারী সোহাগ মিয়ার কাছে টাকা দাবী করে। টাকা না দেওয়ায় কর্মচারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করানোর হুমকি দেয়। বিষয়টি সে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সাথে শেয়ার করেন।

ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা শ্রীপুর থানায় যোগাযোগ করলে হায়দার নামে থানায় কোনো উপ-পরিদর্শক (এসআই) নেই বলে ব্যবসায়ীদের জানানো হয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। হোটেল কর্মচারী সোহাগ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by