স্বাস্থ্য

কমে আসছে আইসিইউর বেডের সংখ্যা

  প্রতিনিধি ২২ মার্চ ২০২১ , ৯:১৪:৩২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

কোভিড রোগীর চাপে এখন হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। দিন দিন প্রকট হচ্ছে শয্যা সংকট। সংক্রমণে লাগাম টানতে আবারও মাঠে নেমেছেন প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাধারণ মানুষকে মাস্ক পরাতে দেশের বিভিন্ন স্থানে চলছে অভিযান।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এই হিসাবই বলে দিচ্ছে দিন দিন আবরো অবনতির দিকে দেশের করোনা পরিস্থিতি। ফেব্রুয়ারির শেষের দিকেও যখন এই হাসপাতালে খালি পড়ে ছিল শয্যা, সেখানে মার্চের শেষ ভাগে এসে ২৭৫ সিটের বিপরীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোগী ভর্তি আছেন ৩৬৫ জন।

অন্য হাসপাতালগুলোতে পরিস্থিতি এমন না হলেও দিন দিন আবার প্রকট হচ্ছে রাজধানীর কোভিড হাসপাতালের শয্যা সংকট। ঢাকার দশটি সরকারি হাসপাতালে ২৩৮১টি কোভিড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন এক হাজার ৮৯ জন। অধিদপ্তরের দেয়া তথ্য বলছে ১১৭টি আইসিইউর বিপরীতে খালি আছে ৩৩টি। অথচ গত মাসের শেষ সপ্তাহেও এসব হাসপাতালে প্রায় ষাট ভাগ খালি ছিল।

ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসিএইচ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, করোনার বিধিনিষেধ যদি সাধারণ মানুষ না মেনে চলে তাহলে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়বেই। স্বাস্থ্যবিধি ও মাস্ক পরতে হবে। এর কোনো বিকল্প নেই।

তবে এত কিছুর পরেও টনক নড়ছে কই। রাস্তায় নামলেই চোখে পড়েছে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মানায় অনীহা।

কয়েকজন জানান, মাস্ক আছে পরলে কথা বলা যায় না। আর গরমের কারণে মুখে রাখা যায় না।

এদিকে পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে প্রশাসন। বিশেষ করে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে শুরু হয়েছে বিশেষ অভিযান।

অধিদপ্তরের হিসেবে চলতি সপ্তাহে দেশে সংক্রমণের হার নয় শতাংশের বেশি।