চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘন্টায় ১১৬ রোগী হাসপাতালে ভর্তি

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ৬:৫৬:৩৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ, একদিনে ১১৬ রোগী হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। তবে এদিন আরও ১১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এতে করে জেলায় এ বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৬ জনে।

বুধবার (২ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ২৩৭ জন। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৬ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৩৩ জন ভর্তি রয়েছেন।

বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৬৮ জন।

আরও খবর

Sponsered content

Powered by